সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, তিনি আমাদেরকে তার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ (সা:) এর উম্মত হিসেবে কবুল করেছেন।
রাসূল (সা:) তাঁর জীবদ্দশায় তাওহীদ ও রিসালাতের বাণী প্রচার করেছেন যা পরবর্তীতে সাহাবা আজমায়ীন, তাবেঈন, তাবে-তাবেঈন, সালফে সালেহীন হয়ে বর্তমানে তা আউলিয়ায়েকরামগণের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানো হচ্ছে।
বর্তমান সময়ে কিছু কুচক্রি মহল তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য পবিত্র কোরআন ও হাদিস এর অপব্যাখ্যা করে এবং আউলিয়াকরামগণের শান মানকে ছোট করার মাধ্যমে সহজ সরল সাধারণ মানুষদেরকে সঠিক পথ থেকে গোমরাহ করে ইসলামের মূল বিষয়গুলো থেকে দূরে সরিয়ে দিচ্ছে। যার ফলে বর্তমান সময়ে মানুষ ইবাদতের পরিপূর্ণ হাকিকত উপলব্ধি না করার কারণে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন, প্রতিটি পর্যায়ে মানুষ ইবাদত করেও বিপদগ্রস্থ হচ্ছে।
উপরক্ত বিষয়গুলো বিবেচনা করে সাধারণ মানুষের কাছে সঠিক বিষয়গুলো পবিত্র কুরআন ও হাদিস এর আলোকে আউলিয়ায়েকরামগণের লিখিত কিতাবগুলোর সঠিক ব্যাখ্যা এবং আউলিয়াকরামগণের শান মানের গরুত্ব ও ইবাদতের হাকিকত উপলব্ধি করানোই এই DK TV চ্যানেল এর মুল উদ্দেশ্য।
এই চ্যানেলটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং কোনো প্রকার ব্যক্তিগত স্বার্থের সাথে জড়িত নয়।